সাংবাদিক তুষারকে পুলিশের হয়রানি

সাংবাদিক তুষার তুহিন। ছবি সংগৃহীত

চট্টগ্রাম : এক নারীকে নির্যাতনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত পুলিশের বক্তব্য নিতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন কক্সবাজার বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট তুষার তুহিন।

রোববার (১৬ এপ্রিল) সাংবাদিক তুষার তুহিনকে বেকসুর খালাস পাওয়া একটি মামলায় ১৫ মিনিটের মধ্যে গ্রেফতার দেখিয়ে আদালতে চালান করে পুলিশ।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী জানিয়েছেন, পুলিশ কোনো খোঁজখবর না নিয়ে বেকসুর খালাস মামলায় উদ্দেশ্যমূলকভাবে আসামি দেখিয়ে সাংবাদিক তুষার তুহিনকে আদালতে চালান করে দেন। এ খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ সাংবাদিকরা আদালত প্রাঙ্গণে জড়ো হন। পরে আদালত তুষার তুহিনকে মুক্তি দেন।

তিনি সাংবাদিককে হয়রানির ঘটনাটি ন্যক্কারজনক উল্লেখ করে অবিলম্বে দোষী পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মামলাটি পরিচালনা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য অ্যাডভোকেট আয়াছুর রহমান।

তিনি জানান, পুলিশ হয়রানির উদ্দেশ্যে নজিরবিহীন এ ঘটনা ঘটিয়েছে। যা আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে।

শেয়ার করুন