[caption id="attachment_57065" align="aligncenter" width="648"]
বাংলাদেশ পুলিশ লোগো[/caption]
চট্টগ্রাম : পুলিশের চারটি গুরুত্বপূর্ণ শীর্ষপদে রদবদল করা হয়েছে। এই চারটি পদ হচ্ছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ সুপার, শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার ও নৌ-পুলিশের পুলিশ সুপার। এছাড়াও চট্টগ্রাম নগর পুুলিশের একজন উপকমিশনার বদলি করা হয়েছে মাদারীপুরে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।
আরো পড়ুন : তথ্যমন্ত্রীর সুস্থতা কামনায় চট্টগ্রামে বাসস’র দোয়া মাহফিল
আরো পড়ুন : দলীয় প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের সর্বশক্তি দিতে হবে : নাছির
পুলিশ সদর দফতরের এআইজি নেছার উদ্দিন আহমেদ আসছেন চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার হিসেবে। অ্যান্টি টেরোরিজম ইউনিটটের পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমানকে দেওয়া হয়েছে শিল্পাঞ্চল পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপারের দায়িত্ব। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া আসছেন নৌ-পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার হিসেবে। অন্যদিকে চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (বন্দর জোন) মোহাম্মদ কামরুল ইসলামকে মাদারীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তাদের বদলি ও পদায়ন করা হল।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত