আগামী ১ নভেম্বর থেকে ওমরাহ করতে পারবেন বিদেশি মুসল্লি

আরাফাতের ময়দানে হাজিরা। ছবি-সংগৃহীত

করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের মুখরিত হয়ে উঠেছে পবিত্র কাবা প্রাঙ্গণ। আগামী ১ নভেম্বর থেকে সৌদি আরবের বাইরে থেকেও মুসল্লিরা ইবাদতের উদ্দেশে মসজিদুল হারামে প্রবেশ করতে পারবেন।

সৌদির হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির সদস্য হানি আল-ওমাইরি জানিয়েছেন, ওমরা পালনে বিদেশ থেকে আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে করোনাভাইরাস সংক্রান্ত সব ধরনের সাবধানতা এবং নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলতে হবে।

আরো পড়ুন : ভিজিট ভিসায় যেন কেউ কর্মের উদ্দেশ্যে বিদেশ যেতে না পারে
আরো পড়ুন : বিদেশী মুদ্রাসহ দুবাইগামী দুই যাত্রী আটক

সৌদির হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটি জানিয়েছে, এখন পর্যন্ত ২৫ লাখ মানুষ ওমরাহ সেবা দিতে তৈরি হওয়া অ্যাপ ‘ইতমারনা’ ইন্সটল করেছেন। এদের মধ্যে ১২ লাখ তাদের রেজিস্ট্রিশন সম্পন্ন করেছেন।

করোনার সংক্রমণ ও বিস্তার রোধে দীর্ঘ ছয় মাস হজ ও ওমরাহ পালনে নিষেধাজ্ঞা থাকার পরে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে ৪ অক্টোবর থেকে হাজীদের জন্য হারামাইন শারিফাইনকে উন্মুক্ত করা হয়।