নাজিরহাট বড় মাদরাসার সলিমুল্লাহসহ ১৪ শিক্ষককে অব্যহতি

নাজিরহাট বড় মাদরাসার সলিমুল্লাহসহ ১৪ শিক্ষককে অব্যহতি

চট্টগ্রাম (ফটিকছড়ি) : শতাব্দীর ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান আল-জামিয়াতুল আরবিয়া নছিরুল ইসলাম মাদ্রাসার (নাজিরহাট বড় মাদ্রাসা) স্বঘোষিত মোহতামিম মাওলানা সলিমুল্লাহসহ ১৪ শিক্ষককে অব্যহতি দিয়েছে সর্বোচ্চ পরিচালনা পর্ষদ শূরা কমিটি।

অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন মাওলানা সালাহ উদ্দীন, নুরুল আলম নসিরী, মুফতি হাশেম, মাওলানা মিজানুর রহমান, মাওলানা মাহফুজুর রহমান, হাফেজ ইদ্রিস, হাফেজ আবদুল কাদের, মাওলানা ইয়াছিন, মাওলানা আলী আকবর, আমির হোসেন, মাওলানা আবদুর, মাওলানা হারুনুর রশিদ।

আরো পড়ুন : দুর্নীতির মামলায় ব্যারিস্টার মীর হেলাল কারাগারে
আরো পড়ুন : ক্ষুদ্র ব্যবসায়ীদের অল্প সুদে ঋণ দিতে বললেন প্রধানমন্ত্রী

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় থেকে ৩টা পর্যন্ত দীর্ঘ শূরা বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। স্থানীয় সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য নজিবুল বশর মাইজভাণ্ডারীর সহযোগীতায় মাদ্রাসা পরিচালনার সর্বোচ্চ পরিষদ শূরা কমিটির বৈঠকের আয়োজন করেন।

শূরা সদস্যদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে নায়েবে মোহতামিম মুফতি হাবিবুর রহমান কাসেমীকে মোহতামিম ও শিক্ষাসচিব হিসেবে মাওলানা হাবিবুল্লাহ নদভীর নাম ঘোষণা করা হয়।

বিপুল নিরাপত্তা বাহিনীর সদস্যদের নজরদারিতে অনুষ্ঠিত এই বৈঠকে মওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী,মওলানা আব্দুল হালিম বোখারী, আল্লামা জুনাইদ বাবুনগরী, হাফেজ কাসেম সাহেব, আল্লামা নুরুল ইসলাম জিহাদিসহ মোট ১৫ শূরা সদস্যের ১৩ জন উপস্থিত ছিলেন।

শূরা সদস্যদের মধ্যে মওলানা আব্দুল্লাহ (চারিয়া মাদ্রাসা) বিদেশে থাকায় এবং মাওলানা শেখ আহমদ শারীরিক অসুস্থতার কারণে বৈঠকে উপস্থিত ছিলেন না।

উল্লেখ্য, চলতি বছরের ২৭ মে মাদ্রাসার মুহতামিম শাহ মুহাম্মদ ইদ্রিস ইন্তেকাল করলে সহকারী পরিচালক মুফতি হাবিবুর রহমানকে ভারপ্রাপ্ত মুহতামিমের দায়িত্ব দেয় শূরা কমিটি। পরবর্তীতে মাদ্রাসার শূরা সদস্য হাটহাজারী বড় মাদ্রাসার প্রয়াত পরিচালক আল্লামা আহমদ শফীর মুহতামিম ঘোষণা করেছে দাবি করে মাদ্রাসায় নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে উঠে। নানা কারণে সমালোচিত মাওলানা সলিমুল্লাহ। যার ফলে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যে বিভাজনের সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মাদ্রাসাজুড়ে অস্থিরতা বিরাজ করছিল।

শেয়ার করুন