নেতাদের কথায় আন্দোলনে নামার আগে নিজের বিবেককে কাজে লাগান

নিরাপদ সড়ক চাই (নিসচা) হাটহাজারী শাখা আয়োজিত নিরাপদ সড়ক আইন ২০১৮ পূর্ণ বাস্তবায়নের দাবিতে সাংবাদিক সম্মেলনে অতিথিবৃন্দ।

চট্টগ্রাম (হাটহাজারী) : নেতাদের কথায় রাস্তায় আন্দোলনে নামার আগে নিজের বিবেককে কাজে লাগান। কেন রাস্তায় নামছেন। তাতে আপনার কি লাভ হচ্ছে? নাকি আপনাকে রাস্তায় নামিয়ে তাদের ব্যক্তিগত স্বার্থ হাছিল করতে চেষ্টা করা হচ্ছে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) হাটহাজারী শাখা কর্তৃক আয়োজিত নিরাপদ সড়ক আইন ২০১৮ পূর্ণ বাস্তবায়নের দাবিতে সাংবাদিক সম্মেলনে শ্রমিকদের উদ্দেশ্য করে বক্তারা এসব কথা বলেন।

আরো পড়ুন : নর্থ সাউথ শিক্ষার্থী পা‌য়েল হত্যা মামলায় ৩ জ‌নের মৃত্যুদণ্ড
আরো পড়ুন : আকাশে ফানুস বাতির আলোচ্ছ্বটা, বিহারে বিহারে ধর্মীয় দেশনা

রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা শাখার আহবায়ক ওজাইর আহমদ হামিদির সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা আরো বলেন, সড়কে শুধু পথচারী কিংবা যাত্রীরা নয় চালকরাও বিপদে পড়ে। তাদের জানমাল ক্ষতি হয়। তাই আইনটি বাস্তবায়িত হলে সবাই উপকৃত হবে। চালকরা আরো সচেতন হবে। সড়কে দুর্ঘটনা আরো কমবে। কিন্তু কিছু সড়ক সংগঠনের নেতারা আইনটি বাস্তবায়নে বাধাগ্রস্থ করছে। তারা আইনটিকে ভিন্নখাতে প্রভাবিত করছে। শ্রমিকদের ভুল বুঝিয়ে বাস্তবায়নের বিপক্ষে দাড় করাচ্ছে। যা সত্যিই লজ্জাকর। তাই সবার সড়ক দুর্ঘটনা রোধে আইনটি দ্রুত পূর্ণ বাস্তবায়ন করার দাবি জানান।

সদস্য সচিব ফরিদ উল্যাহ’র সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন নির্বাহী সদস্য অধ্যাপক আহসান আরিফ জুয়েল, আজিজ মাদানি, মোতাহের উদ্দিন মাজেদ, মোনায়েম আহমেদ সোহান।

এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরহাদ হোসাইন, মো. মঞ্জুরুল আলম খোকন, নয়ন চৌধুরী। শুরুতে কোরআন থেকে তেলোয়াত করেন নির্বাহী সদস্য আলহাজ্ব সুলতান আহমদ।