মেরিন ফিশারিজ একাডেমি ক্যাম্পাসের বাইরে ব্যাংক শাখা উদ্বোধন

রোববার (১ নভেম্বর) স্থানান্তরিত ব্যাংক শাখাটি উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

চট্টগ্রাম : মেরিন ফিশারিজ একাডেমি ক্যাম্পাসে দীর্ঘ ৫১ বছর ধরে চলে আসা অগ্রণী ব্যাংকের শাখাটি ক্যাম্পাসের বাইরে স্থানান্তর করেছে কর্তৃপক্ষ। এর ফলে বিপুল সংখ্যক শিক্ষার্থী ছাড়াও বহু সাধারণ মানুষ এর সুফল ভোগ করবেন।

প্রায় ৭৭ লাখ টাকা ব্যয়ে একটি দ্বিতল ভবন নির্মাণশেষে রোববার (১ নভেম্বর) স্থানান্তরিত ব্যাংক শাখাটি উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

আরো পড়ুন : নর্থ সাউথ শিক্ষার্থী পা‌য়েল হত্যা মামলায় ৩ জ‌নের মৃত্যুদণ্ড
আরো পড়ুন : দেশকে এগিয়ে নিতে যুবদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে

এর আগে অগ্রণী ব্যাংকের শাখাটি মেরিন একাডেমির ক্যাম্পাসে দীর্ঘ ৫১ বছর ধরে চলছিল। নারী ক্যাডেট ভর্তি এবং নিরাপত্তা রক্ষা করার জন্য ক্যাম্পাসের বাহিরে ব্যাংক স্থানান্তর করার সিদ্ধান্ত নেয় মেরিন একাডেমি কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষ মাসুক হাসান আহমেদ, অগ্রণী ব্যাংক ইছানগর শাখা ব্যবস্থাপক জালাল আহমেদ মুফতি, চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রেয়াজুল হক উপস্থিত ছিলেন।

ব্যাংকের ব্যবস্থাপক তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী সময়ে ১৯৭২ সালে অগ্রণী ব্যাংক লিমিটেড ইছানগর শাখাটির যাত্রা শুরু করে।

শেয়ার করুন