কর্ণফুলীকে জাতীয় নদী ঘোষণার দাবিতে মানববন্ধন সমাবেশ

কর্ণফুলীকে জাতীয় নদী ঘোষণার দাবিতে মানববন্ধন নাগরিক সমাবেশ

চট্টগ্রাম : বন্দরনগরীর বুক চিড়ে বয়ে গেছে কর্ণফুলি নদী। দেশের অর্থনীতি চাঙ্গা রাখতে অন্যতম সহযোগি এই নদীকে জাতীয় নদী ঘোষণার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম জেলা ওয়ার্কার্স পার্টি।

রোববার (১ নভেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নদী বাঁচাও দেশ বাঁচাও বিপন্ন কর্ণফুলীকে বাঁচাও_স্লোগানে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় কর্ণফুলীর দখল ও দূষণ বন্ধ করা, কার্যকর ড্রেজিং করা, অবিলম্বে নদীটিকে পলিথিন ও বর্জ্যমুক্ত করার দাবিও জানানো হয়।

আরো পড়ুন : প্লিজ, প্লিজ স্যার আমি আর নিউজ করব না…
আরো পড়ুন : বুশরা যথেষ্ট জ্ঞানী, তাঁর সঙ্গে আমার আত্মার সম্পর্ক : ইমরান

এতে নদী গবেষক অধ্যাপক মো. ইদ্রিস আলী বলেন, কর্ণফুলী বাংলাদেশের অর্থকরী নদী। জাতীয় অর্থনীতিতে এর অবদান বিশাল। কর্ণফুলী বাঁচলে, বাংলাদেশ বাঁচবে।

এ নদীর তলদেশ দিয়ে তৈরি হচ্ছে টানেল। নানা ভাবে এই নদী ভূখণ্ডের জাতিসত্তার অহংকার বহন করে।

ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক শরীফ চৌহান বলেন, কর্ণফুলীকে গতিশীল রাখতে ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বহু বছর আগে। সেই ড্রেজিং আজও কার্যকরভাবে করা সম্ভব হয়নি। পলিথিন জমে নদীর গভীরতা কমে গেছে। কর্ণফুলী তৃতীয় সেতু ঘিরে জমেছে পলি। নানাভাবে নদীর পরিসর ছোট হয়ে আসছে। দখল করা নদীর জমি উদ্ধারে উচ্চ আদালত নির্দেশনা দিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। জাতীয় অর্থনীতিতে গুরুত্ব রাখা এ নদীকে এভাবে অবহেলা করা যায় না।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আবু হানিফ বলেন, কর্ণফুলী আমাদের জাতীয় অর্থনীতির প্রাণশক্তি। দখল আর দূষণে প্রাণ ওষ্ঠাগত। কর্ণফুলীর টানেল হলে ওপারে গড়ে উঠবে আরেকটি নগর। আন্তর্জাতিক কানেকটিভিটিতে এ টানেল বিশাল ভূমিকা রাখবে। তাই কর্ণফুলীকে ভালো ভাবে রাখতে হবে। কর্ণফুলী না বাঁচলে দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে পড়বে।

সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী, ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সদস্য সুপায়ন বড়ুয়া, যুব মৈত্রী চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক খোকন মিয়া, বাংলাদেশ ছাত্রমৈত্রী জেলা কমিটির সহ-সভাপতি সাইফুদ্দিন সুজন, ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সদস্য মোকতার আহমেদ, শামসুল আলম, অধ্যাপক শিবু দাশ প্রমুখ।

শেয়ার করুন