দেড় কোটি টাকা ভ্যাট ফাঁকি : ইস্পাহানি গ্রুপের বিরুদ্ধে মামলা

ইস্পাহানি গ্রুপ। লগো

চট্টগ্রাম : ইস্পাহানি গ্রুপের চারটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকার ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা দায়ের করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর।

মঙ্গলবার (৩ নভেম্বর) মামলাটি শিগগির চট্টগ্রাম ভ্যাট কমিশনারেটের কাছে পাঠানো হবে বলে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের মহা পরিচালক ড. মইনুল খান জানান।

আরো পড়ুন : ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় বান্দরবানে
আরো পড়ুন : দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ায় চুয়েট ভিসিকে শিক্ষক সমিতির সংবর্ধনা

তিনি বলেন, “আমরা কোনও ব্যবসা প্রতিষ্ঠানকে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এই অভিযান পরিচালনা করছি না। আইন অনুযায়ী সরকারকে যথাযথভাবে ভ্যাট প্রদান নিশ্চিত করতেই আমরা এই অভিযান চালাচ্ছি।”

গত ৭ সেপ্টেম্বর চট্টগ্রামের ইস্পাহানি মোড়ের দি এভিনিউ হোটেল অ্যান্ড স্যুটস, পিটস্টপ সুইটস অ্যান্ড বেকারি, পিটস্টপ শো-রুম এবং পিটস্টপ সুপার স্টোরে অভিযান চালানো হয়।

অভিযানে এ চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় ১৮ কোটি ২৭ লাখ টাকার গোপন বিক্রির তথ্য উদঘাটন করা হয়। এই গোপন বিক্রির মাধ্যমে ইস্পাহানি গ্রুপের ওই চার ব্যবসা প্রতিষ্ঠান প্রায় ৯০ লাখ টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে, যা সুদসহ প্রায় ১ কোটি ৫০ লাখ টাকায় উন্নীত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শেয়ার করুন