বিরানি হাউজে বাসি খাবার বিক্রয়, ১০ হাজার টাকা জরিমানা

মোগল বিরানি হাউজে বাসি ভাত-মাংস বিক্রয়, ১০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম : নগরীর মোমিন রোডের বহু পুরানো রেস্তোঁরায় দেদারছে বিক্রি হচ্ছিল বাসি ভাত, নুডুলস ও মাংস। খবর পেয়ে মোগল রেস্তোঁরা নামের ওই খাবার দোকানে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে মোগল বিরিয়ানী অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে এ অভিযান চালানো হয়।

আরো পড়ুন : পর্যটন একটি লাভজনক ব্যবসা
আরো পড়ুন : বৈধ লাইসেন্সে ভেজাল ঘি উৎপাদনের অবৈধ কারবার হাটহাজারীতে

গালিব চৌধুরী জানান, অভিযানে মোমিন রোডস্থ মোগল বিরিয়ানি এন্ড চাইনিজ রেস্টুরেন্টে ফ্রিজে রান্না করা বাসি ভাত, ডাল, মাংস ও নুডলস পাওয়া যায়। এছাড়া রেস্টুরেন্টের আরেকটি ফ্রিজে কয়েক দিন আগে বানানো মেয়াদহীন বোরহানি পাওয়া গেছে। যেগুলো গ্রাহকদের কাছে বিক্রি করার জন্য সংরক্ষণ করে রেখেছিল। এসব অপরাধে রেস্টুরেন্টটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করেছে ভ্রাম্যমান আদালত। এসকই সাথে সতর্ক করা হয়। পাশাপাশি ক্রেতা, কর্মচারীদের শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়।

শেয়ার করুন