সিপাহী জনতার বিপ্লবে গণতন্ত্র পূনর্জন্ম লাভ করেছিল : জেলি

৭ নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবসে বিপ্লব উদ্যানে চট্টগ্রাম মহানগর মহিলা দলের পুস্পস্তবক অর্পণ

চট্টগ্রাম : মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরী বলেছেন, দেশে আজ মূল সংকট গণতন্ত্রের। গণতন্ত্রের চর্চা নেই বলেই নারীরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। দেশে গণতন্ত্র ফিরলে নারী অধিকার প্রতিষ্ঠিত হবে। ৭ নভেম্বর সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লবে দেশে গণতন্ত্র পূনর্জন্ম লাভ করেছিল। দেশের মানুষর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে একদলীয়, এক ব্যক্তির শাসনে দেশে মানুষের গণতান্ত্রিক অধিকার ভূলন্ঠিত। আর এই গণতন্ত্রকে উদ্ধার করতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে ধারন করে আমাদের শপথ নিতে হবে, আমাদের অধিকারকে আমরাই রক্ষা করবো। নারীদের প্রতি যেন কোনো অত্যাচার-নিপীড়ন না হয়, সেজন্য সবাই সোচ্চার হয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে মহিলা দলকে এগিয়ে যেতে হবে।

আরো পড়ুন : পর্যটন একটি লাভজনক ব্যবসা
আরো পড়ুন : বিরানি হাউজে বাসি খাবার বিক্রয়, ১০ হাজার টাকা জরিমানা

শনিবার (৭ নভেম্বর) মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ম্মৃতি বিজড়িত ষোলশহরস্থ বিপ্লব উদ্যানে চট্টগ্রাম মহানগর মহিলা দলের পুস্পস্তক অর্পণ কালে উপস্থিত সমাবেশে এসব কথা বলেন।

পুস্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক রেজিয়া বেগম ভুলু, সাংগঠনিক সম্পাদক রাবেয়া বেগম রাবু, সমাজ কল্যাণ সম্পাদক ফারহানা জসীম, সহ সাংগঠনিক তাসলিমা আক্তার, আকবর শাহ থানা মহিলা দলের সাধারণ সম্পাদক জোহুরা বেগম মহিলা দল নেত্রী, নাছিমা আলম, রাণী বেগম, বেবী আকতার, ফাতেমা কাজল, শিউলী আকতার, হাবীবা সুলতানা, পারভিন আকতার ফারহানা, ভাসানী বেগম, মর্জিনা বেগম, জাহেদা বেগম, রিনা আকতার, নুজাহান বেগম, জাহানারা বেগম, লায়লা বেগম, হাসিনা বেগম হাসি, পারভিন বেগম, ঝুমা বেগম, মিনু আকতার প্রমূখ।

শেয়ার করুন