চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ব্যবস্থাপনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় সিজেকেএস মেয়র গোল্ডকাপ আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট আগামী ১৯ এপ্রিল হতে চট্টগ্রাম এম.এ. আজিজ স্টেডিয়ামে শুরু হবে।
এ উপলক্ষে সোমবার (১৭ এপ্রিল) বিকাল ৪টায় মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীনের নেতৃত্বে প্রত্যেক ওয়ার্ডের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালী চট্টগ্রাম এম.এ.আজিজ স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে শুরু করা হয়।
র্যালীতে সিজেকেএস নির্বাহী সদস্যবৃন্দ, ফুটবল কমিটির সদস্যবৃন্দ, সিজেকেএস কাউন্সিলরবৃন্দ, সিটি কর্পোরেশন কাউন্সিলরবৃন্দসহ ৪১টি ওয়ার্ডের পক্ষ থেকে সুসজ্জিত ট্রাক, ব্যানার, ফেস্টুন ইত্যাদি নিয়ে খেলোয়াড়, কর্মকর্তাগণ ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত