চট্টগ্রাম ওষুধ প্রশাসনের অভিযান মিরসরাইয়ে

.

চট্টগ্রাম (মিরসরাই) : উপজেলার ফার্মেসীতে অভিযান পরিচালনা করেছে ওষুধ প্রশাসন। সোমবার (৯ অক্টোবর) সকালে মিরসরাই পৌরসদরে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম ওষুধ প্রশাসন উপ-পরিচালক ড. মো. আকতার হোসেন।

উপজেলা কোর্ট রোডে অবস্থিত আলিফ মেডিকেল হল ইউনিট-২ এর ড্রাগ লাইসেন্স না থাকায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে দোকানীকে অবগত করা হয়।

আরো পড়ুন : দুর্নীতি মামলায় সাবেক সিটি মেয়র নাছির কারাগারে
আরো পড়ুন : হেফাজতের বিরুদ্ধে রাম-বামদের উস্কানি সহ্য করা হবে না : বাবুনগরী

এছাড়া একটি মুদি দোকানে পাইকারি বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ বিপুল পরিমাণ খাওয়ার স্যালাইন উদ্ধার করা হয়। এসময় স্থানীয় ওষুধ ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম ওষুধ প্রশাসন এর উপ-পরিচালক ড. মো. আকতার হোসেন, সততা ও নিয়ম অনুযায়ী ওষুধ ব্যবসা পরিচালনার মাধ্যমে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য উপস্থিত ব্যবসায়ী মহলকে সচেতন থাকার জন্য আহ্বান জানান।ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।