খাগড়াছড়ি জাতীয় ছাত্র সমাজ: সভাপতি জুয়েল, সাধারণ সম্পাদক মহিন

খাগড়াছড়ি জাতীয় ছাত্র সমাজ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন

খাগড়াছড়ি : খাগড়াছড়িতে জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র সমাজ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমী হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো: ইব্রাহীম খাঁন জুয়েল সম্মেলনের উদ্বোধন করেন।

জাতীয় ছাত্র সমাজ খাগড়াছড়ি জেলা সভাপতি মো: সোলায়মান আলম রাজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির ছাত্র বিষয়ক সম্পাদক মো: জামাল উদ্দিন। প্রধান বক্তা জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মারুফ ইসলাম তালুকদার প্রিন্স।

জাতীয় ছাত্র সমাজ জেলা সদস্য সচিব মো: তানভীর হাসানের সঞ্চালনায় জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি শাহরিয়ার রাসেল ছাড়াও জাতীয় পার্টি খাগড়াছড়ি জেলা আহবায়ক মনীন্দ্র লাল ত্রিপুরা, যুগ্ম-আহবায়ক মো: ফিরোজ আহমেদ, আমিনুল হক, সদস্য সচিব প্রকৌশলী কেশব লাল দে, যুগ্ম-সদস্য সচিব জিল্লুর রহমান, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক রুহুল আমীন গাজী বিপ্লব, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব আবু সাঈদ লিওন এবং জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জুয়েল দেবনাথ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

পরে দ্বিতীয় অধিবেশনে সকলের মতামতের মাধ্যমে জুয়েল দেবনাথকে সভাপতি এবং মহিন উদ্দিনকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৬১ সদস্য বিশিষ্ট জাতীয় ছাত্র সমাজ খাগড়াছড়ি জেলার কমিটি ঘোষনা করা হয়।

বক্তারা বাংলাদেশের উন্নয়নে মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদের অবদানের কথা তুলে ধরেন এবং আগামীতে সরকার গঠনে খাগড়াছড়িতে জাতীয় পার্টিকে সুসংগঠিত ও শক্তিশালী করে গড়ে তোলার আহবান জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এসময় খাগড়াছড়ি জেলা জাতীয় পার্টি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।