[caption id="attachment_64261" align="aligncenter" width="720"]
ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে সুন্নী সম্মেলন[/caption]
চট্টগ্রাম (হাটহাজারী) : উপজেলার ফতেপুর ভবানীপুর গাজী কালা খোন্দকার শাহ(রহঃ) আদর্শ সংঘের ব্যবস্থাপনায় জামে মসজিদ সংলগ্ন মাঠে বৃহস্প্রতিবার (১২নভেম্বর) মুফতি মুহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে সুন্নী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বাদে আছর থেকে আয়োজিত সম্মেলন মুহাম্মদ কামরুল ইসলাম ও মুহাম্মদ রিয়াদ আলমের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, আল্লামা মুহাম্মদ গাজী শফিউল আলম নেজামি। প্রধান বক্তা ছিলেন, আল্লামা আহমদুল্লাহ ফোরকান খাঁন আল-কাদেরী।
আরো পড়ুন : নৌকাডুবিতে ৭৪ শরণার্থীর মৃত্যু লিবিয়া উপকূলে
আরো পড়ুন : শিশুর মলদ্বারে লাঠি দিয়ে নির্যাতন : আনসার সদস্য আটক চট্টগ্রামে
মাওলানা মুহাম্মদ আবু হানিফ আল নোমান ও হাফেজ মুহাম্মদ জোবায়েরের কোরান ও নাতে রসুল (দঃ) পরিবেশনের পর সম্মেলন উদ্বোধক করেন, আল্লামা হাফেজ মো. সাইফুল আলম আল কাদেরী।
এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় সম্মেলনশেষে মিলাদ কিয়াম ও মোনাজাতের পর তবারুক বিতরণ করা হয়।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত