ঐতিহাসিক মুজিবনগর দিবসে বক্তারা
মুজিবনগর সরকার ইতিহাসের মাইলফলক, চেতনার উৎস

মুজিবনগর দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন অধ্যক্ষ আসলাম হোসেন। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : ১৯৭১ সালের ১৭ এপ্রিল কুষ্টিয়ার মেহেরপুর গ্রামের বৈদ্যনাথ তলায় আম্রকাননের ঐতিহাসিক মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন এবং ঐ সরকারই বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেয়। দীর্ঘ ২৩ বছরের পাকিস্তানী শাসন-শোষণের বেড়া জালকে ছিন্ন করে মেহেরপুরের আম্রকাননের চার জাতীয় নেতার নেতৃত্বে এক নতুন জাতির জন্ম নিয়েছিল। মুজিবনগর সরকার বাংলাদেশের ইতিহাসের মাইলফলক এবং মুক্তিযোদ্ধাদের চেতনার উৎস। তাই মুজিবনগর দিবস যুগ যুগ ধরে বাঙালি জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে।

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ১২নং সরাইপাড়া ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এভাবেই মুজিন নগর দিবসের তাৎপর্য তুলে ধরেন।

সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো: নুরুন্নবী সওদাগর। প্রধান অতিথির বক্তব্য রাখেন চসিক সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও কমিশনার পাহাড়তলী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো: আসলাম হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মো: এসকান্দর, আবদুল হালিম মেম্বার, মো: রফিক মিয়া, সাধারণ সম্পাদক লায়ন এম. শওকত আলী, আওয়ামীলীগ নেতা শওকত আলী জমিদার, মো: শফিউর রহমান শফি, লুৎফুল হক খুশি, মো: নুর হোসেন, মো: আলমগীর, সৈয়দ খান, মো: হোসেন, শওকত আলী, মাসুম বাদশা, সেলিম সেকান্দার, মো: বাবুল, এম.এ. হান্নান কাজল, যুবলীগ নেতা আরমান উল্লাহ লিটু, নুরুল আজিম বাবুল, মো: হায়দার, স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন বাদশা, ছাত্রলীগ নেতা মো: এরশাদুল্লাহ সুমন প্রমুখ।

শেয়ার করুন