সংবাদ সম্মেলনে সুইমিংপুল বাস্তবায়ন কমিটির আহবায়ক আলী আব্বাস
দক্ষ সাঁতারু তৈরির কারখানা আধুনিক সুইমিংপুল

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করছেন সুইমিংপুল বাস্তবায়ন কমিটির আহবায়ক আলী আব্বাস। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : খেলার মাঠ ও সুইমিংপুল একই মুদ্রার এপিঠ-ওপিঠ। ৪৭ বছর অপেক্ষার পর চট্টগ্রামবাসির বহু কাঙ্খিত সুইমিংপুল নির্মাণ কাজ ক্রীড়াবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে দ্রুত এগিয়ে চলছে। সাড়ে এগার কোটি টাকা ব্যয়ে সত্তুর হাজার বর্গফুটের সুইমিংপুল প্রকল্পটি ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন সিকদার ও উপমন্ত্রী আরিফ খান জয় সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন। সুইমিংপুলটি নির্মিত হলে ক্রীড়াবিদ ছাড়াও, অনুমতি সাপেক্ষে সাধারণ জনগণও এই সুইমিংপুল ব্যবহারের সুযোগ পাবে। চট্টগ্রামের শতাধিক ক্লাবের ক্রিড়াবিদরা সাঁতার জানে না। এমনটা আমাদের লজ্জার। খেলার মাঠের ধোঁয়া তুলে যারা এর বিরোধিতা করছেন তারা হয়তো বাস্তবতা উপলব্দি করছেন না। বিরোধিতার খাতিরে বিরোধিতা করছেন। ক্রিড়া উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। বিষয়টি দু:খজনকও।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে চট্টগ্রাম জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রামে একটি আধুনিক সুইমিংপুল নির্মাণ প্রকল্পের বিরোধ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সুইমিংপুল বাস্তবায়ন কমিটির আহবায়ক আলহাজ্ব আলী আব্বাস।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীনের ঐকান্তিক প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানে এই সুইমিংপুলটি নির্মিত হচ্ছে। জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নির্ধারিত সিজেকেএস এর নিজস্ব মালিকানাধীন জায়গা আউটার স্টেডিয়ামের এক কোণে এই অপরিহার্য সুইমিংপুল নির্মিত হচ্ছে।

উল্লেখ্য, ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য জেলা সমূহে জেলা ক্রীড়া সংস্থার মালিকানাধীন জায়গাতেই সুইমিংপুল নির্মিত হয়েছে। অন্যের কিংবা মূল স্টেডিয়াম থেকে বিচ্ছিন্ন কোন স্থানে সুইমিংপুল নির্মাণের কোন নজির বাংলাদেশে নেই। কারণ, এর রক্ষণাবেক্ষণ ও সার্বক্ষণিক তদারকির প্রয়োজনেই সুইমিংপুল নির্মাণের স্থান নির্ধারণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

খেলার মাঠ ও সুইমিংপুল মুদ্রার এপিঠ-ওপিঠ উল্লেখ করে বলা হয়, প্রায় ১১ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে ৭০৩৮০ বর্গফুট (৩০৬ ফুট দৈর্ঘ্য ও ২৩০ ফুট প্রস্থ) জায়গায় আধুনিক মানের এই সুইমিংপুলটি নির্মিত হতে যাচ্ছে। যা আমাদের ক্রীড়াবিদদের উৎকর্ষতা সাধনে এবং জাতীয় ও আন্তর্জাতিক মানের সাঁতারু গড়ে তুলতে সহযোগিতা করবে। যারা সুইমিংপুলকে খেলার মাঠ থেকে আলাদা কোন বিষয় মনে করে তাদের ক্রীড়াঙ্গন সম্পর্কে নূন্যতম কোন ধারণা নাই বললেই চলে। কারণ, উন্মুক্ত মাঠের মত সুইমিংপুলেও শারীরিক কসরত ও ক্রীড়া কর্মকান্ডই সংগঠিত হয়ে থাকে। সুইমিং অন্যান্য দশটি ইভেন্ট যেমন: ফুটবল, ক্রিকেট, হকি, হ্যান্ডবল ইত্যাদির মত অলিম্পিক গেমসভুক্ত একটি ইভেন্ট। সুতরাং, এই ইভেন্টগুলোর চর্চার জন্য যেমন মাঠের প্রয়োজন তেমনি সাঁতার চর্চার জন্যও সুইমিংপুলের প্রয়োজন। মূলত: এই জ্ঞানের অভাবে কিছু ক্রীড়া সংশ্লিষ্ট নয় এমন কিছু ব্যক্তি এবং সংগঠন শুধুমাত্র বিরোধিতার খাতিরেই এই সুইমিংপুল নির্মাণের বিরোধিতা করছে। যা একান্তই দুঃখজনক ও চট্টগ্রাম ক্রীড়াঙ্গনের উন্নয়নের পথে একটি বড় বাধা।

চট্টগ্রাম একটি বিভাগীয় শহর হওয়া হত্বেও স্বাধীনতার ৪৭ বছর পরও এখানে একটি সুইমিংপুল নেই, চট্টগ্রামের সাধারণ মানুষের সাঁতার শেখার সুযোগ নেই। এ লজ্জা আমাদের সকলের। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অধীনস্ত প্রায় শতাধিক ক্লাবের খেলোয়াড় ও ক্রীড়াবিদরা সাঁতার জানে না। এমনটা ভাবতেও কষ্ট হয়।

সাঁতার না জানার কারণে গত কয়েকদিন আগে তরুণ একটি প্রাণ ঝরে গেছে। এই দায় আমাদের সকলেরই। দায়মুক্তির এ সুযোগের বিরুদ্ধে যারা বিরোধিতা করছে তারা নিজেদের বিবেককে একবার প্রশ্ন করুন। আশা করি উত্তর পেয়ে যাবেন।

খেলার মাঠের কথা বলে যে ধুম্রজাল তৈরি করছে তা ধোপে টিকবে না। মাঠের কোন ব্যাঘাত হবে না। প্রতিটি ক্রীড়াবিদদের জন্য সুইমিং অপরিহার্য। তাই এই সুইমিংপুল নির্মাণ শুধু খেলোয়াড়দের সহযোগিতা করবে না, সুস্থ শরীর গঠনের জন্যও কাজ করবে। ক্রীড়াবিদ ছাড়াও, অনুমতি সাপেক্ষে সাধারণ জনগণও এই সুইমিংপুল ব্যবহারের সুযোগ পাবেন। তাই সিজেকেএস মনে করে ৪ (চার) দশক পরে হলেও মাননীয় প্রধানমন্ত্রী যে অনুদান চট্টগ্রামবাসীকে দিয়েছেন তা আগামী প্রজন্ম কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।

সুইমিংপুল নির্মাণের প্রত্যয় ঘোষণা করে কর্তৃপক্ষ আশা করছে প্রকল্পটি কাজশেষে মাননীয় প্রধানমন্ত্রী টেলি-কন্ফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সুইমিংপুল বাস্তবায়ন কমিটির আহবায়ক আলহাজ্ব আলী আব্বাস, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দীন মো: আলমগীর, সিজেকেএস এর অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, আ.ন.ম ওয়াহিদ দুলাল, একেএম আবদুল হান্নান আকবর, মোহাম্মদ ইউসুফ, আছলাম মোর্শেদ, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, রেখা আলম চৌধুরী, রেজিয়া বেগম ছবিসহ সিজেকেএস কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মকসুদুর রহমান বুলবুল, প্রবীন কুমার ঘোষ, আকতারুজ্জামান, ফুলিনা চৌধুরী সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, সাবেক জাতীয় ক্রিকেটার নুরুল আবেদীন নোভেল, আকরাম খান, ফজলে বারী খান রুবেল সহ অন্যান্য ক্রীড়াবিদ।

শেয়ার করুন