প্রবাস ফেরত হেদায়েতের বসতঘরে দুর্বৃত্তের হামলায় ৩জন আহত

চমেক হাসপাতালে চিকিৎসাধীন প্রবাস ফেরত হেদায়েতুল ইসলাম। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : মধ্যরাতে প্রবাস ফেরত এক ব্যাক্তির বসত বাড়িতে হামলা চালিয়েছে একদল চিহ্নিত দুর্বৃত্ত। এতে গৃহকর্তাসহ তিনজন আহত হয়েছে। এসময় সন্ত্রাসীরা লুট করেছে মূল্যবান কাগজপত্র টাকা-পয়সা। ছিনিয়ে নিয়েছে মোবাইল ফোন সেট। ভাংচুর করেছে ঘরের আসবাবপত্র। গুরুতর আহত হেদায়েতুল ইসলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাশেষে বায়েজিদ বোস্তামী থানায় ৫ জনের নামোল্লেখ করে মামলা রুজু করেছেন।

মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সোয়া একটার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগরের এশিয়ান ওমেন ইউনির্ভাসিটি গেট এলাকায় প্রবাস ফেরত হেদায়েতুল ইসলামের বসত বাড়িতে এই ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী সিএনজি ড্রাইভার মো. ইউনুস জানান, পুলিশের সোর্স মাহমুদুল আমীন শত এবং সন্ত্রাসী কফিল এর নেতৃত্বে সাত-আট জন মুখোশধারী সন্ত্রাসী রাতে গেট ভেঙ্গে বাড়িতে ঢুকে হেদায়েতের পরিবারের উপর হামলা করে। এতে তার মাথা ফেটে যায়। হেদায়েতের স্ত্রী-সন্তানও আহত হয়েছে। ঘটনার সময় আমি হামলাকারীদের প্রতিরোধ করলে আমাকেও মেরে আহত করে।

স্থানীয় ব্যবসায়ী নাজিম উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে প্রবাসী হেদায়েতুল ইসলামের বসত-বাড়ি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল তার আপন ভায়রা ভাই নুরুল আমীন সওদাগরের সাথে। ঘটনার দিন রাতে নুরুল আমীনের ছেলে সন্ত্রাসী ভাড়া করে প্রবাস ফেরত হেদায়েতের উপর হামলা চালায়। ঘরের আসবাবপত্র ভাংচুর করে। মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। পরে স্থানীয় সাধারণ মানুষ তাকে উদ্ধার করে চমেকে নিয়ে যাওয়া হয়।

একই কথা বলেছেন-মনা ডাক্তার, মিজান, পুরোনো বাসিন্দা আবদুল মালেক, ব্যবসায়ী সিমিতির সদস্য আবদুল হামিদ রানাসহ একাধিক বাসিন্দা। তারা বলেন-নুরুল আমিনের এক ছেলে থানা-পুলিশের সোর্সের কাজ করে। আবার কখনো কখনো এডভোকেট পরিচয় দেয়। ফলে কারণে অকারণে থানা পুলিশের ভয় দেখিয়ে প্রবাস ফেরত হেদায়েতুল ইসলামের উপর নির্যাতন করছে।

প্রবাস ফেরত হেদায়েতুল ইসলাম জানান, প্রবাসে থাকাকালীন জীবনের কষ্টের আয় দিয়ে এশিয়ান ওমেন ইউনির্ভাসিটি গেট এলাকায় একটু জায়গা ক্রয় করেন। ওই জায়গা দেখা-শোনার জন্য আপন ভায়রা ভাইকে দায়িত্ব দেন। এখন দেশে ফিরে আসলে ওই ভায়রা ভাই উক্ত জায়গা জোরপূর্বক দখলে রাখার চেষ্টা করেন। তার এক ছেলে পুলিশের সোর্স এর কাজ করে। সে মাঝে মাঝে পুলিশের ভয় দেখিয়ে টাকা দাবী করে। না দিলে তার ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে নির্যাতন করে, অহেতুক ঝামেলা সৃষ্টি করে। তিনি বলেন-‘আমি দেশের অর্থনীতিতে অবদান রেখেছি। দীর্ঘদিন বিদেশে থেকে অনেক কষ্টে অর্থ উপার্জন করে দেশে ফিরেছি। আজ আমি মনে করি এখানে নিরাপত্তার অভাব রয়েছে। আজ আমার ও আমার পরিবারের সদস্যরা জীবন মৃত্যুর মাঝামাঝি অবস্থান করছে। এখানে ‘সোর্স’ দৌরাত্ম বেশি।’ আমি আইন প্রয়োগকারী সংস্থার কাছে এসব ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছি। বললেন হেদায়েত।

শেয়ার করুন