হালিশহরের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল চসিক

হালিশহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম : হালিশহর থানাধীন এস ক্লাব মোড় শহীদ মিনার সংলগ্ন আপাসে এলাকায় দীর্ঘ তিন যুগ ধরে অবৈধভাবে দখল করে রাখা দখলদারদের দোকানপাট উচ্ছেদ করে গুড়িয়ে দিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। কলঙ্কমুক্ত হলো দীর্ঘ দিনের দখলদারিত্বে থাকা শহীদ মিনার।

সোমবার (১৬ নভেম্বর) সকালের দিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নেতৃত্বে সেবকদের এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।

উল্লেখ্য, ১৯৯০ সালে তৈরি শহিদ মিনারটি তখন থেকেই দখলদারিত্ব নিয়ে বসতে থাকে পান দোকান, বিড়ি সিগারেটের দোকান এই শহিদ মিনার ও রাস্তার এক অংশ জুড়ে দখল হয়ে যায়। দখল হয়ে যায় আশেপাশের মাঠ এবং নালাসমূহ বাদ যায় নি।

এসময় এলাকার কৃতি সন্তান বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএস এফের) কেন্দ্রীয় সদস্য সাংবাদিক সোহাগ আরিফিন চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে স্বাগত জানিয়ে বলেন, আজ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চলমান উচ্ছেদ অভিযানের মধ্যে দিয়ে কলঙ্কমুক্ত হলো দীর্ঘ তিন যুগ দখলদারিত্বে থাকা শহিদ মিনার।

তিনি আরো বলেন, এই সফল অভিযানের পর যেন আর কোন দোকানপাট করতে না পারে সেদিকে প্রশাসনের সুনজর কামনা করেন।

এ বিষয়ে এলাকার সমাজসেবক হিসেবে পরিচিত বায়জিদ নেওয়াজের নিকট জানতে চাইলে তিনি বলেন, শহিদ মিনারের পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আশা করি আমরা সবাই মিলে সজাগ থাকবো যেন দখলদারিত্বের থাবায় আর যেন শহীদ মিনারে না লাগে।

এসময় উপস্থিত এলাকার কৃতি সন্তান ফারুক ৩০ টি ফুল গাছ উপহার দেন শহিদ মিনারের সৌন্দর্য বর্ধনে।

শেয়ার করুন