সড়ক দখল করে ভবন নির্মাণ, ৫ লাখ টাকা জরিমানা

আদালত

চট্টগ্রাম: সড়ক দখল করে ভবন নির্মাণ করায় নগরের চকবাজার থানার ঘাসিয়ার পাড়া এলাকায় এক ভবন ডেভেলপারকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলমের আদালত ভবন ডেভেলপার মো. মাহমুদ হোসেনকে এই জরিমানা করেন।

স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী ফয়েজ আহমদ জানান, নগরের চকবাজার থানার ঘাসিয়ার পাড়া এলাকায় সড়ক দখল করে হালিমা গার্ডেন নামে একটি ভবন নির্মাণ করা হয়। সিডিএ’র ইমারত পরিদর্শক সৈকত চন্দ্র পাল এই ঘটনায় ২০১৯ সালের ২৮ মার্চ একটি মামলা দায়ের করেন। পরে ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলা হয়।

আরো পড়ুন : সরকারি ভূমি দখল দণ্ডনীয় ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে : ভূমিমন্ত্রী
আরো পড়ুন : জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেল সেন্ট্রাল বয়েজ অব রাউজান

‘এই ঘটনায় ডেভেলপার মো. মাহমুদ হোসেন আদালতের কাছে দোষ স্বীকার করে মঙ্গলবার একটি আবেদন করেন। আদালত আবেদনটি গ্রহণ করে তাকে ৫ লাখ টাকা জরিমানা পরিশোধের নির্দেশ দেন।’

শেয়ার করুন