[caption id="attachment_64541" align="aligncenter" width="684"]
মাস্ক বিতরণ অনুষ্ঠানে বীর বাহাদুর উশৈসিং[/caption]
বান্দরবান : করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিনামূল্যে ১০ হাজার পিস মাস্ক বিতরণ করেছে বান্দরবানের কর্মরত সাংবাদিকরা।
শুক্রবার (২০ নভেম্বর) বান্দরবান প্রেসক্লাব প্রাঙ্গনে প্রেসক্লাব ও জেলার কর্মরত সাংবাদিকদের আয়োজনে মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুব আলম, সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা, প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনুসহ প্রমুখ।
বীর বাহাদুর বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে আরো বেশি সচেতন হয়ে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের প্রতি গুরুত্ব দিতে হবে।
পরে মন্ত্রী বান্দরবানের সাধারণ জনসাধারন, কর্মরত সাংবাদিক ও পত্রিকার হকারদের মাক্স বিতরণ করেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত