নীতিবান ব্যবসায়ী কেয়ামতের দিন নবীর সাথে থাকবেন: বাবুনগরী

চট্টগ্রাম : নীতিবান ব্যবসায়ীরা কেয়ামতের দিন নবী সিদ্দিকদের সাথে থাকবেন। তাদের কোন চিন্তা থাকবেনা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) হাটহাজারী কলেজের সামনে রহমান ম্যানশনে রহমানিয়া হাইপার সপ্ নামে একটি দোকান উদ্বোধনের প্রধান অতিথি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর হাফেজ আল্লামা জোনায়েদ বাবুনগরী একথা বলেন।

আরো পড়ুন : বন্ধুর রেস্তোঁরা উদ্বোধনের কেক হাতে বন্ধু ট্রাকের চাকায় পিষ্ট
আরো পড়ুন : রেল কর্মচারীদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

তিনি বলেন, নামাজ রোজা সিয়াম সাধনায় যেমনি ইসলামে আইন-কানুন আছে তেমনি ব্যবসায়ের ক্ষেত্রেও ইসলামি আইন-কানুন আছে। ব্যবসা আল্লাহর নবী (দঃ) এর সুন্নত। তাই ব্যবসায়ী কাস্টমারের সাথে সদারাচরন করতে হবে। ভাল আচরণ করলে দোকানের প্রতি কাস্টমারের আগ্রহ বাড়ে।

আবু তাহের রাজীবের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়জি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিছ, পৌরসভা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শাহ আলম, আল আমিন সংস্থার সাধারণ সম্পাদক আহসান উল্লাহ, মোঃ এরশাদ প্রমূখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহায়ক কমিটির সদস্য আজম উদ্দিন, মোঃ জাফর, সাবেক ইউপি সদস্য সৈয়দ মিয়া, পৌরসভা বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ওজাইর আহমদ হামিদি, হেফাজত নেতা ইমরান সিকদার, হাইপার সপ পরিবারের মোঃ ফরিদ মিয়া মোঃ রফিক মেম্বার, মোঃ শহিদুল ইসলাম শহিদ, তাওহিদুল ইসলাম ফাহিমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠ করেন মোঃ ফাহিম এবং শেষে মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি হেফাজতে আমীর জোনায়েদ বাবুনগরী।