[caption id="attachment_64912" align="aligncenter" width="706"]
র্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক নাইক্ষ্যংছড়িতে[/caption]
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) : জেলার নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫। আটকরা হলেন-সোনাইছড়ি ইউনিয়নের জুমখোলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংলগ্ন এলাকার বাসিন্দার মৃত সিজা খিয়াং মার্মার পুত্র সা চু মার্মা( ৪২) ও ফাইচু মার্মার পুত্র মং প্রু মার্মা (৬০)।
শনিবার( ২৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় নাইক্ষংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জুমখোলা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার র্যাব-১৫ বিশেষ অভিযান চালিয়ে ৭ হাজার ৭শ ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি অফিসার ইনচার্জ মো, আলমগীর হোসেন।
আরো পড়ুন : সুশাসন প্রতিষ্ঠায় কাজ করতে হবে: মন্ত্রী তাজুল
আরো পুড়ুন : প্রতি বছর আইটি বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ পাবে ২ হাজার শিক্ষার্থী
কক্সবাজার র্যাব-১৫ সূত্রে জানান, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে জুমখোলা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের অভিযান চালানোর সময় তাদের কাছে থাকা কাপড়ের একটি ব্যাগ থেকে তল্লাশি করে ৭ হাজার ৭শ ৭০পিস মরণ নেশার বড়ি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা জুরু করা হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত