২৮ ডিসেম্বর সীতাকুণ্ড পৌরসভা নির্বাচন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) : সীতাকুণ্ড পৌরসভা নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ১৯৯৮ সালে এক এপ্রিল (২৮ বর্গমাইল) সীতাকুণ্ড পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ২০১৫ সালে ৩০ ডিসেম্বর সর্বশেষ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। এবার সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন সাংবাদিক জহিরুল ইসলাম।
আরো পড়ুন : আবারও দাম কমলো সোনার, রূপা আগের দামেই
আরো পড়ুন : দুই হাজার টাকায় বুলেট ট্রেনে ৫৫ মিনিটেই ঢাকা-চট্টগ্রাম যাতায়াত
এছাড়াও কাউন্সিলর (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী রয়েছেন ৭১ জন। সংরক্ষিত কাউন্সিলর (নারী) পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী রয়েছে ১৩ জন। সীতাকুণ্ড নির্বাচন কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, সীতাকুণ্ড পৌরসভার অধীনে ৯টি ওয়ার্ড রয়েছে। মোট ভোটার সংখ্যা ৩৪৮১৩। নারী ভোটার ১৬৯৮৬, পুরুষ ভোটার ১৭৮২৭ । ১৭টি কেন্দ্রে একযোগে ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।