বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ

খাগড়াছড়ি : কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিমার্ণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ ডিসেম্বর) বিকেলে জাতীয় শ্রমিকলীগ, কৃষকলীগ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ খাগড়াছড়ি জেলা শাখার ব্যানারে, জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একইস্থানে এসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।

জাতীয় শ্রমিকলীগ খাগড়াছড়ি জেলা সভাপতি জানু সিকদারের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন খান।

এতে অন্যান্যদের মধ্যে পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ হোসেন, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, সহ-সভাপতি মেহেদী হাসান হেলাল, সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন, কৃষকলীগের সভাপতি সৌরভ তালুকদার প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি বাংলাদেশে আবারো মাথাচারা দিয়ে উঠছে। স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে বাংলাদেশের স্থপতি জাতির পিতার আদর্শের উপর আঘাত এনেছে। এ ঘটনার সাথে জরিতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা।