[caption id="attachment_65302" align="aligncenter" width="684"]
হাটহাজারীতে চিড়াই কাঠ জব্দ[/caption]
চট্টগ্রাম : হাটহাজারীতে পৃথক পৃথক অভিযান চালিয়ে ৩ লক্ষ টাকার চিড়াই কাঠ জব্দ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত ও মঙ্গলবার উপজেলার কাটিরহাট, সরকারহাট ও ফতেয়াবাদ এলাকা থেকে বন থেকে কেটে আনা এসব কাঠ জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন।
আরো পড়ুন : চুয়েট স্টাফ অ্যাসোসিয়েশন সভাপতি জামাল, সম্পাদক বিশ্বজিৎ
তিনি বলেন, কাঠ বোঝাই তিনটি গাড়ি আটক করা হয় এর মধ্যে সোমবার দিবাগত রাতে সরকার হাট বাজারে অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি দেখে কাঠ ভর্তি গাড়ি রেখে পালিয়ে যায় চালক এবং বাকি দুইটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় আটক করা হয়।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত