হেফাজত-জামায়াত নিষিদ্ধের দাবি

হেফাজত-জামায়াত নিষিদ্ধের দাবি

চট্টগ্রাম : ধর্মান্ধ-মৌলবাদী-উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রতিহতের আহ্বান জানিয়েছে চট্টগ্রামের গণমাধ্যমকর্মীরা। সাম্প্রদায়িক, ধর্মান্ধ মৌলবাদীদের অবিলম্বে আইনের আওতায় আনতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শুভশক্তিকে ঐক্যবদ্ধ আওয়াজ তোলার তাগিদ দিয়ে বক্তারা বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর থেকে সাম্প্রদায়িক অপশক্তি নানা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়, বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে-প্রশ্রয়ে দিন দিন বিকাশ লাভ করেছে। এখনই এই অপশক্তিকে কঠোর হাতে দমন করতে হবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ ও গণমাধ্যমকর্মী, চট্টগ্রামের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবী জানানো হয়েছে।

আরো পড়ুন : বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে চট্টগ্রামে আ’লীগের বিক্ষোভ
আরো পড়ুন : অসুস্থ গরুর মাংস বিক্রি : লাখ টাকা জরিমানা, বিক্রেতা আটক

সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত অপশক্তি এবং তাদের দোসর, ধর্মান্ধ-সাম্প্রদায়িক গোষ্ঠী দেশকে পাকিস্তান বানানোর অপচেষ্টায় লিপ্ত। বারবার দেশের স্বাধীন অস্তিত্বকে আঘাত করেছে, মুক্তিযুদ্ধে চেতনাকে আঘাত করেছে। ধর্ম ব্যবসায়ী, মৌলবাদী এই অপশক্তি ভাস্কর্য-মূর্তিবিরোধী উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে।

সমাবেশে বক্তারা আরও বলেন, কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভাঙচুর করেছে, তারা বাংলাদেশের অস্তিত্বে আঘাত করেছে। ভাঙচুরের ঘটনায় স্বাধীনতাবিরোধী জামায়াত-হেফাজতে ইসলাম ও ধর্মান্ধ-মৌলবাদী গোষ্ঠী জড়িত। অবিলম্বে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সাম্প্রদায়িক এই অপশক্তি বাংলাদেশের সংবিধানের মূলনীতি পাল্টানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে। সরকার-উচ্চ আদালতের নির্দেশনা ও রাষ্ট্রের চার মূলনীতির বিরুদ্ধাচরণ করে দেওয়া তাদের বক্তব্য দেশদ্রোহিতার সামিল।

হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলামসহ এসব ধর্মান্ধ, উগ্র সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তির কার্যক্রম নিষিদ্ধ করতে সরকারের প্রতি দাবি জানিয়ে বক্তারা বলেন, ‘যারা স্বাধীনতা ও গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়, তাদের বিরুদ্ধে আবার একাত্তরের হাতিয়ার নিয়ে রুখে দাঁড়াতে হবে।’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র যুগ্ম মহাসচিব কাজী মহসীনের সভাপতিত্বে এবং সাংবাদিক প্রীতম দাশের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে’র সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সাংবাদিক মো. ফারুক, হামিদ উল্লাহ, সরোয়ার আমিন বাবু।

এছাড়া সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন গণজাগরণ মঞ্চ, চট্টগ্রামের সংগঠক সুনীল ধর, বোধন আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক প্রনব চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক হাবিবুর রহমান তারেক, সাবেক ছাত্রলীগ নেতা আরশাদুল আলম বাচ্চু, মহসীন কলেজ ছাত্রলীগ নেতা মাইমুন উদ্দিন মামুন, খেলাঘর সংগঠক রুবেল দাশ প্রিন্স, দারুল উলুম আলীয়া মাদরাসা ছাত্রসংসদের ভিপি রফিকুল ইসলাম, চাঁন্দগাও থানা ছাত্রলীগের সভাপতি নূর নবী শাহেদ।

শেয়ার করুন