লক্ষ্মীপুরে অর্থ আত্মসাতের অভিযোগে কর্মকর্তা আটক

দুর্নীতি ও প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে লক্ষ্মীপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাকে আটক করা হয়। লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের উন্নয়নে বরাদ্দকৃত ৩টি প্রকল্পের দুই লাখ ৯৪হাজার টাকা আত্মসাতের অভিযোগে সংশ্লিষ্ট বিদ্যালয়ের অধ্যক্ষ রনজিত কুমার পাল জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন।

উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের উন্নয়ন কাজে চলতি অর্থবছরে জেলা প্রশাসক ২৫ হাজার টাকা, লক্ষ্মীপুর সদরের আংশিক ও রায়পুরের এমপি এক লাখ ২৫হাজার টাকা, বিভাগীয় কমিশনার এক লাখ ৪৪হাজার ৯৭৪টাকা বরাদ্ধ প্রদান করেন। উক্ত প্রকল্পের বরাদ্দকৃত এসব টাকা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম বিদ্যালয়টির অধ্যক্ষের স্বাক্ষর নিয়ে এক মাস আগেই ব্যাংক থেকে উত্তোলন করেন। কিন্তু ওই টাকা অধ্যক্ষকে না দিয়ে ওই কর্মকর্তা তা আত্মসাৎ করেন বলে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন প্রতিষ্ঠান প্রধান রনজিত কুমার পাল। অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। তবে এ বিষয়ে গণমাধ্যমকে কোন বক্তব্য দিতে রাজি হননি জেলা প্রশাসক।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ভূঁঞা অর্থ আত্মসাতের অভিযোগে সদর উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলে নিশ্চিত করেন।

শেয়ার করুন