[caption id="attachment_65677" align="aligncenter" width="720"]
আমানটোলা গ্রামকে মাদকমুক্ত ঘোষণা উপলক্ষে মতবিনিময় সভা।[/caption]
চট্টগ্রাম (মিরসরাই) : উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আমানটোলা গ্রামকে মাদকমুক্ত ঘোষণা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মিরসরাই থানা পুলিশের আয়োজনে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকালে বিশ্বদরবার মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান এমরান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।
আরো পড়ুন : কিশোরীকে ধর্ষণের পর হত্যা : তিন যুবকের মৃত্যুদন্ড
আরো পড়ুন : স্বাধীনতা বিরোধীরা বুদ্ধিজীবী হত্যার ষড়যন্ত্রে এখনো তৎপর : নাছির
সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আকবরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম,মিরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী,সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়া,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম দিদার,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,সদর ইউনিয়নের ইউপি সদস্য আলমগীর,উত্তরজেলা ছাত্রলীগ কর্মী রবিউল হোসেন পারভেজ প্রমুখ।
[caption id="attachment_65676" align="aligncenter" width="720"] আমানটোলা গ্রামকে মাদকমুক্ত ঘোষণা উপলক্ষে মতবিনিময় সভা।[/caption]
সভায় বক্তারা পুরো মিরসরাই উপজেলা মাদকমুক্ত করার লক্ষ্যে নানা দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন এবং উপজেলার প্রত্যেকটি ইউনিয়কে মাদকমুক্ত করার লক্ষ্যে এই কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। সবশেষে প্রধান অতিথি সদর ইউনিয়নের আমানটোলা ২ নস্বর ওয়ার্ডকে মাদকমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত