[caption id="attachment_65704" align="aligncenter" width="720"]
পদ্মা সেতু[/caption]
পদ্মা সেতুর টোল নির্ধারণ কিংবা আদায়ের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। বেশ কয়েকদিন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচারিত তথ্যটি সঠিক নয়। টোল নির্ধারণের বিষয়টি অপপ্রচার মাত্র। পুরোটাই গুজব।
সেতু বিভাগের তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি পদ্মা বহুমুখী সেতুর টোল হার নিয়ে যে অপপ্রচার চলছে তা সেতু বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছে। পদ্মা বহুমুখী সেতুর টোল হার এখনো চূড়ান্ত হয়নি।
আরো পড়ুন : মুসলমানদের বিভ্রান্ত করতে মাঠে নেমেছে পরাজিত শক্তির দোসররা
আরো পড়ুন : বিনামূল্যে বছরব্যাপী আত্মরক্ষার কৌশল শিখবে নারি
তবে টোলের হার নির্ধারণ করার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তীতে টোল হার নির্ধারণে পদক্ষেপ নেয়া হবে। টোলের হার নির্ধারিত হলে জনগণকে অবহিত করা হবে। এ ধরণের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সেতু বিভাগ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত