[caption id="attachment_65725" align="aligncenter" width="684"]
...[/caption]
চট্টগ্রাম : মহান বিজয় দিবস উদযাপন নিয়ে প্রশাসন ব্যস্ত আর এ সুযোগকে কাজে লাগিয়ে বালু উত্তোলণে ব্যস্ত জনৈক শাহজাহান। কিন্তু সে সুযোগটিও হাতছাড়া করে দিলেন উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার রুহুল আমিন।
বুধবার (১৬ ডিসেম্বর) হাটহাজারী পৌরসভার ফটিকা এলাকায় ঘটনাটি ঘটে। সত্যতা নিশ্চিত করেন নির্বাহী অফিসার রুহুল আমিন।
অভিযান চালিয়ে বালু উত্তোলণের একটি ড্রেজার জব্দ, ৫শ মিটার পাইপ কেটে ধ্বংস করেন। একইসাথে অবৈধভাবে বালু উত্তোলণের দায়ে করা হয় ২০ হাজার টাকা জরিমানা।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত