জয়পুরহাটে ট্রেন-বাসের সংঘর্ষে ১০ যাত্রী নিহত, আহত ৫

ট্রেন-বাস সংঘর্ষ

জয়পুরহাট : সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় একটি বাসের ১০ যাত্রী নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৫যাত্রী। দুর্ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) ভোর ৬টা দিকে উপজেলার পুরানাপৈল রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আরো পড়ুন : শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়লো ১৬ জানুয়ারি পর্যন্ত
আরো পড়ুন : সকল ধর্মের মর্মবাণী হচ্ছে মানবসেবা ও সম্প্রীতি স্থাপন : তথ্যমন্ত্রী

সদর থানার ইন্সপেক্টর তদন্ত মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেছেন হিলি থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনটি জয়পুরহাটের সদর উপজেলা হয়ে রাজশাহী যাচ্ছিল। পথে উপজেলার পুরানাপৈল রেলক্রসিং অতিক্রম করার সময় একটি বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর ট্রেনটি থেমে যায়। এতে বাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ১০ জন নিহত ও কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।

নিহত ও আহত ব্যক্তিরা বাসের যাত্রী। স্থানীয় লোকজন ও পুলিশ হতাহত ব্যক্তিদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যায়।

শেয়ার করুন