অঙ্কুর সোসাইটি-প্রাইম ব্যাংকের পে রুল ব্যাংকিং চুক্তি

অঙ্কুর সোসাইটি ও প্রাইম ব্যাংকের মধ্যে পে রুল ব্যাংকিং চুক্তি

চট্টগ্রাম : অঙ্কুর সোসাইটি বালিকা ‍উচ্চ বিদ্যালয় ও প্রাইম ব্যাংকের মধ্যে পে রুল ব্যাংকিং চুক্তি সম্পাদিত হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) সকালে অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাবেক মেয়র বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আ জ ম নাছির উদ্দীন সংশ্লিষ্টদের হাতে চুক্তিপত্র হস্তান্তর করেছেন।

এসময় তিনি বলেন, ইতিপূর্বে বিদ্যালয়ের কর্মরত কর্মকর্তা কর্মচারীরা প্রতিষ্ঠানের বেতনভাতাসহ নানা সুবিধা ভোগ করলেও গ্রাহক হিসেবে ব্যাংকের কাছ থেকে ব্যাংক প্রদেয় সুযোগসুবিধা ভোগ করতে পারতেন না। পে রুল চুক্তি হওয়ার ফলে এখন থেকে সকল কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংকের কাছ থেকে প্রাপ্য সুযোগ সুবিধাগুলো ভোগ করবেন।

এই চুক্তি সম্পাদনের ফলে অঙ্কুর সোসাইটি ও প্রাইম ব্যাংকের মধ্যে নতুন সম্পর্কের সুত্রপাত ঘটলো।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংক প্রবর্তক মোড় শাখার ব্যবস্থাপক কাজী ফোরকান উদ্দিন, রিলেশনশিপ ব্যবস্থাপক রমিজ আহমেদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপ্তি সেনগুপ্তা, বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য আবদুল মান্নান ফেরদৌস, শেলী ভট্টাচার্য, প্রকৌশলী হারাধন আচার্য, হিসাবরক্ষক ইমরান হোসেন জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন