[caption id="attachment_66225" align="aligncenter" width="684"]
...[/caption]
রামগড় : জেলার রামগড়ে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) কর্তৃক সীমান্ত থেকে উদ্ধার হওয়া ১৪০ টি কচ্ছপের ঠাঁই হল ফেনী নদীতে।
শনিবার (২ জানুয়ারি) সকালে রামগড় ব্যাটালিয়নস্থ কয়লার মুখ বিজিবি চেকপোস্টে একটি মাহেন্দ্রগাড়ীতে তল্লাশি চালিয়ে ৩টি বস্তাভর্তি একশত কেজি ওজনের ১৪০টি কচ্ছপ উদ্ধার করে বিজিবি।
উদ্ধারকৃত কচ্ছপগুলি বন্য প্রাণী সংরক্ষণ আইনে জব্দ করে নায়েক সুবেদার ইউসুফ মিয়ার নেতৃত্বে বিকেল ৪টার সময় রামগড় বিজিবি বিশেষ ক্যাম্প সংলগ্ন ফেনী নদীতে অবমুক্ত করা হয়।
বিভিন্ন সাইজের জীবিত কচ্ছপগুলি পার্বত্য এলাকা থেকে চট্টগ্রামের নাজিরহাট বাজারে বিক্রির জন্য নেয়া হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত