
চট্টগ্রাম : গরিব, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
রবিবার (৩ জানুয়ারি) নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের জনক চত্ত্বরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
অনুষ্ঠানে শীতার্তদের মাঝে বিতরণের লক্ষ্যে তাহের নাহার ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ কম্বল সিএমপি ও চট্টগ্রাম কমিউনিটি পুলিশিংয়ের নিকট হস্তান্তর করা হয়।
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস এম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আমির জাফর, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, তাহের নাহার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ফেরদৌস, তাহের নাহার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. এমরানসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।