
চট্টগ্রাম : মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১৩০ বোতল ফেন্সিডিল, ২ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর এলাকায় অভিযান পরিচালনা করে জোরারগঞ্জ থানা পুলিশ।
এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি নোহা মাইক্রো (নং- চট্ট-মেট্রো-চ ১১-২৪০৩) জব্দ করা হয়।
আরো পড়ুন : সাংবাদিক মিজানুর রহমান খানের অন্তিম যাত্রায় তথ্যমন্ত্রীর শ্রদ্ধা
আরো পড়ুন : সীতাকুন্ডে দুর্ধর্ষ ডাকাতি: অর্ধকোটি টাকার মালামাল লুট
গ্রেফতারকৃতরা হলো- ফেনী জেলার ছাগলনাইয়া থানার মধ্যম জয়পুর এলাকার কাশেম সওদাগর বাড়ীর মো. সেলিমের ছেলে মো. মাঈন উদ্দিন (২৩) ও জোরারগঞ্জ থানার পূর্ব হিঙ্গুলী এলাকার মো. শামছুল হকের ছেলে জহুরুল ইসলাম প্রকাশ রুবেল (২৮)।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ নূর হোসেন মামুন বলেন, মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।