নবাগত চট্টগ্রাম জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ

মোহাম্মদ মমিনুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির নেতৃবৃন্দ
মোহাম্মদ মমিনুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির নেতৃবৃন্দ

চট্টগ্রাম : নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমানের সাথে তার কার্যালয়ে বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) বিকেল ৪টায় সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।

এসময় জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাতকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় সভাপতি মুহাম্মদ ইউনুছ, সিনিয়র সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক শামসুল হক, সদস্য মেরী চৌধুরী ও সদস্য বাসুদেব ভট্টাচার্য।

নেতৃবৃন্দরা সচিবালয়ের ন্যায় পদ-পদবী পরিবর্তন ও প্রশাসনিক কর্মকর্তাদেরকে জ্যেষ্ঠতার ভিত্তিতে সহকারী কমিশনার পদে পদোন্নতি, উপজেলা প্রশাসনে কর্মরত প্রশাসনিক কর্মকর্তাদের কর্মপরিধি নির্ধারণ ও সকল প্রশাসনিক কর্মকর্তার বেতন স্কেল ৯ম গ্রেডে উন্নীতকরণসহ বিভিন্ন দাবীর বিষয়ে জেলা প্রশাসককে অবহিত করেন।

শেয়ার করুন