
চট্টগ্রাম : ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে চসিক নির্বাচনী মাঠ। উৎসবের ভোটের মাঠে রক্ত ঝরছে। ঝরছে তাজা প্রাণ। গত ৮ জানুয়ারি নগরীর দেওয়ানবাজারে নির্বাচনী প্রচারণার সময় ছুরিকাঘাতে আহত হন আশিকুর রহমান রোহিত (২২) নামে এক ছাত্রলীগ কর্মী।
শুক্রবার (১৫ জানুয়ারি) চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই আহত ছাত্রলীগ কর্মী মারা গেছেন।
নিহত রোহিত নগরের ওমরগণি এমইএস কলেজের ছাত্র বলে জানা গেছে। তিনি বাকলিয়া থানাধীন ডিসি রোডের বাসিন্দা।
আরো পড়ুন : বার্জার পেইন্টস কারখানা ভিত্তিপ্রস্তর স্থাপন
আরো পড়ুন : খাগড়াছড়ি পৌরসভা নির্বাচন : ৪ স্তরের নিরাপত্তা
স্থানীয়রা জানান, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা শুরুর দিন ৮ জানুয়ারি আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর প্রচারণায় অংশ নেওয়ার সময় ছুরিকাঘাতে আহত হন তিনি।
এ ঘটনায় ৯ জানুয়ারি রোহিতের ভাই জাহিদুর রহমান বাদি হয়ে বাকলিয়া থানায় তিনজনকে এজাহারনামীয় আসামি করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। আসামিরা হলেন- মহিউদ্দিন, বাবু এবং সাবু।
এদিকে শুক্রবার সকাল ১১টার দিকে আশিকুর রহমান রোহিতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা চকবাজার গুলজার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। তারা অভিযুক্ত আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।