লোহাগাড়ার ইট ভাটায় অভিযান, ৬ লাখ টাকা জরিমানা

লোহাগাড়ার ইট ভাটায় অভিযান, ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম : লোহাগাড়ায় অভিযান চালিয়ে ৩টি অবৈধ ইট ভাটার মালিককে ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ জানুয়ারি) লোহাগাড়ার বিভিন্ন ইটভাটায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

পরিবেশ অধিদফতরের সহায়তায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান।

আরো পড়ুন : শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নীতিগত সিদ্ধান্ত ফেব্রুয়ারিতে
আরো পড়ুন : পৌরসভায় বেতন দিতে ব্যর্থ হলে পরিষদ বাতিল

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লংঘনের দায়ে এমআরবি, এসবিএম এবং এইচবিএম নামের তিনটি ইট ভাটার মালিককে দুই লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়।

উচ্চ আদালতের নির্দেশনায় চট্টগ্রামে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান।