সিএমপির ৫ থানার ওসি পরিবর্তন

সিএমপি লোগো

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে (চসিক) কেন্দ্র করে নগরের কোতোয়ালীসহ পাঁচটি থানার পরিদর্শককে (ওসি) বদলির আদেশ দিয়েছেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

সোমবার (১৮ জানুয়ারি) এ আদেশ জারি করেন্। একই আদেশে মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (সিটি) আসিফ মহিউদ্দীনকে নির্বাচনকালীন সময়ে গোয়েন্দা বিভাগকে (ডিবি) সহায়তা করার জন্য দায়িত্ব দেয়া হয়েছে; এজন্য সিটি’র পাশাপাশি ডিবি’র উত্তর জোনে একই পদে পুলিশ কর্মকর্তা আসিফ মহিউদ্দীনকে সংযুক্ত করা হয়েছে।

আরো পড়ুন : চট্টগ্রামের রোহিত হত্যার দুই আসামী ঢাকায় গ্রেফতার
আরো পড়ুন : প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে মুক্তিযোদ্ধাদের প্রতি ডিসির আহবান

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীনকে নগরের ডবলমুরিং থানায় একই পদে বদলি করা হয়েছে। ডবলমুরিং থানার ওসি সদীপ ‍কুমার দাশকে সিএমপি কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দীনকে কোতোয়ালী থানার ওসি পদে দায়িত্ব দেয়া হয়েছে। বাকলিয়া থানায় ওসি পদে দায়িত্ব দেয়া হয়েছে চকবাজার থানার ওসি রুহুল আমিনকে।

চান্দগাঁও থানার ওসি আতাউর রহমান খোন্দকারকে চকবাজার থানার ওসি পদে বদলি করা হয়েছে। ডিবি উত্তর জোনের পরিদর্শক মোস্তাফিজুর রহমানকে চান্দগাঁও থানার ওসি পদে বদলি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের আদেশে এসব থানার ওসি পদে পরিবর্তন আনা হয়েছে।

শেয়ার করুন