রাঙ্গুনিয়ায় প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

নিহত জান্নাতুল তাসলিমা বৃষ্টি

চট্টগ্রাম (রাঙ্গুনিয়া) : জেলার রাঙ্গুনিয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রী জান্নাতুল তাসলিমা বৃষ্টি (২০) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে তার নিহতের পরিবারের দাবি, বৃষ্টিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) উপজেলার বেতাগী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নিয়াজপাড়া কবির আহমেদের বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

আরো পড়ুন : শীতার্ত মানুষের পাশে দাঁড়াল ম্যাগপাই প্রি ক্যাডেট স্কুল
আরো পড়ুন : তারেক সোলায়মানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিহত জান্নাতুল তাসলিমা বৃষ্টি একই ইউনিয়নের কাতার প্রবাসী মো. সিরাজের স্ত্রী ও উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মিয়াজীপাড়া এলাকার প্রবাসী আমির হোসেনের মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য জানান, বৃষ্টির শশুর সকাল ১০ টার দিকে আমাকে ফোন করে জানিয়েছেন তার পুত্রবধূ স্বামীর সাথে রাগারাগি করে আত্মহত্যা করেছেন। সেটা শুনে আমি বিষয়টি ইউপি চেয়ারম্যান এবং থানায় জানাই। এরপর থানা থেকে পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

নিহত বৃষ্টির মায়ের দাবি, তার মেয়ে আত্মহত্যা করেনি কিংবা অসুস্থও হয়নি। তাকে শশুর,শাশুড়ি ও মেয়ের বড় জা মিলে ফাঁস দিয়ে বা গলা টিপে হত্যা করেছে। তার গলায় আঘাতের দাগও আছে।

উল্লেখ্য, ২০১৮ সালের জুলাই মাসে জান্নাতুল তাসলিমা বৃষ্টির বিয়ে হয়। তবে তাদের সন্তান নেই।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব মিল্কি জানান, গত তিন বছর আগে ওই মহিলার বিয়ে হয়েছে। তার স্বামী দেশের বাইরে থাকেন। তিনি গলায় শাড়ী পেচিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তার শশুর বাড়ীর লোকজন। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই বুঝা যাবে আসলে বিষয়টি কী। আপাতত এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা নিয়েছি। ময়নাতদন্ত রিপোর্ট এলে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন