মেয়র প্রার্থী জান্নাতুল ইসলামের ২৩ প্রতিশ্রুতি

সংবাদ সম্মেলনে দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী জান্নাতুল ইসলাম।

চট্টগ্রাম : নগরবাসীর অতিগুরুত্বপূর্ণ ২৩ নাগরিক সুবিধা নিশ্চিতে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী জান্নাতুল ইসলাম। হাতপাখা প্রতীক নিয়ে চসিক নির্বাচনের এই লড়াকু বলেন, নোংড়া রাজনীতির দৌরাত্ম্য থেকে সিটিকে রক্ষা করতে হবে। জনজীবনে স্বস্তি ও শান্তি ফিরিয়ে আনতে হবে। নগরকে বসবাস উপযোগী শান্তির নগরীতে পরিণত করতে হবে। এ জন্য প্রয়োজন আমূল পরিবর্তনের, দরকার ব্যাপক সংস্কারের, প্রয়োজন সমন্বিত উদ্যোগের, প্রয়োজন সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের।

রবিবার (২৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে নাসিরাবাদ এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

আরো পড়ুন : নৌকার বিজয় নিশ্চিত করতে শ্রমিকলীগকে মাঠে থাকার আহবান
আরো পড়ুন : চসিক ভোটের দিন সাধারণ ছুটি থাকছে না : ইসি সচিব

এ সময় মহানগর সহ-সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. আল ইকবাল, সহ-সাধারণ সম্পাদক ডা. রেজাউল করিমসহ নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

মেয়র আসে মেয়র যায়, জনদুর্ভোগ দিন দিন বৃদ্ধি পায়_এমন বার্তা দিয়ে জান্নাতুল ইসলাম বলেন, নগর উন্নয়ন ও জনগণের কল্যাণের পথে সবচেয়ে বড় বাধা দুর্নীতি। একে আড়াল করতে সন্ত্রাস, স্বজনপ্রীতি ও ক্ষমতাসীন দলের আশ্রয় নেয়া হয়। দুর্নীতির কারণে অপরিকল্পিত প্রকল্প গ্রহণ এবং সে অনুযায়ী কর্মকাণ্ড পরিচালনা করা হয়। মূলত এর মাধ্যমে জনগণের আমানতের খেয়ানত করা হয়। নির্বাচনে জয়ী হলে আমাদের সর্বাগ্রে কাজ হবে দুর্নীতি নির্মূলে কর্মসূচি গ্রহণ করা। স্বজনপ্রীতি ও দলীয়করণের মূলোৎপাটন করা।

তাঁর দেয়া প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে-
১. জনদুর্ভোগ লাঘব করে শান্তিময় সত্যিকার স্মার্ট নগরী গড়ে তোলা।
২. ওয়াডা কর্তৃপক্ষের সাথ পরামর্শ করে পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহ ও নতুন মাস্টারপ্ল্যান করে ড্রেনেজ ও পয়োনিস্কাশন ব্যবস্থা করা।
৩. সিটি কর্পোরেশনের সকল সেক্টরে শুধু দুর্নীতি দমন নয়, দুর্ননীতির মূলউৎপাটন কর্মসূচি গ্রহণ।
৪. ভেজালমুক্ত খাদ্য ও ইনসাফপূর্ণ বাজার নিয়ন্ত্রণ।
৫. নগর উন্নয়নে বিশেষজ্ঞ কমিটি গঠন করে চট্টগ্রামকে জোয়ার ও জলাবদ্ধতা নিরসনসহ নাগরিক বান্ধব নগরী হিসেবে গড়ে তোলা।
৬. শ্রমের প্রকৃত মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা।
৭. সিটির নাগরিকদের জন্য সকল ধরনের উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করা।
৮. রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ির নিবন্ধন ফি মওকুফ করা।
৯. সিএনজি লাইসেন্স ফি অর্ধেক করা।
১০. বাড়ি ভাড়া সহনশীল পর্যায়ে নিয়ে আসার জন্য হোল্ডিং ট্যাক্স ৩০% কমানো।
১১. ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ফি ৩০% কমানো হবে।
১২. ব্যবসায়ীক কর্মকাণ্ড গতিশীল ও নিরাপদ রাখার ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৩. হকারদের পূর্ণবাসন ও ভাসোমান হকারদের পরিচয়পত্র প্রদান করা হবে।
১৪. পথিক ও ভ্রাম্যমান মানুষের জন্য নতুন ১০০% স্বাস্থ্যসম্মত স্যানিটার টয়লেট নির্মাণ করা।
১৫.গরীব দুঃখী ও অসহায় ব্যক্তিদের জন্য সুদমুক্ত লোনের ব্যবস্থা গ্রহণ।
১৬. খুদে টোকাইদের পুনর্বাসন- কেন্দ্র নির্মাণ।
১৭. কর্পোরেশনে টেন্ডার হবে, কিন্তু টেন্ডারবাজি করতে দেয়া হবে না।
১৮. নারীর মর্যাদা সমুন্নত ও নিরাপত্তার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব প্রদান।
১৯. ক্লিন চট্টগ্রাম, গ্রীন চট্টগ্রাম প্রকল্প গ্রহণ।
২০. ওয়ান স্টেপ সেবা প্রদান অর্থাৎ একটেবিলে একটি কাজ সুসম্পন্ন করা।
২১. নাগরিক সুযোগ- সুবিধা নিশ্চিত করা।
২২. কর্ণফুলীকে পরিকল্পিত পরিচ্ছন্ন নদীতে পরিণত করা ও
২৩. মশা নিধনে কার্যকরী ব্যবস্থা গ্রহণ ইত্যাদি।

জান্নাতুল ইসলাম নগরবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা যদি সুস্থ পরিবেশে বাঁচতে চান, শান্তি সুখে থাকতে চান, তাহলে এ অশুভ কায়েমি স্বার্থবাদী সিন্ডিকেটকে অবশ্যই ভাঙতে হবে। নোংড়া রাজনীতির প্রভাব দৌরাত্ম্য থেকে সিটিকে রক্ষা করতে হবে। জনজীবনে স্বস্তি ও শান্তি ফিরিয়ে আনতে হবে। নগরকে বসবাস উপযোগী শান্তির নগরীতে পরিণত করতে হবে। এ জন্য প্রয়োজন আমূল পরিবর্তনের, দরকার ব্যাপক সংস্কারের, প্রয়োজন সমন্বিত উদ্যোগের, প্রয়োজন সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের।

শেয়ার করুন