হাটহাজারীর লোকালয় অজগর

হাটহাজারীর লোকালয় অজগর
হাটহাজারীর লোকালয় অজগর

চট্টগ্রাম (হাটহাজারী) : পৌরসভার কড়িয়ার দিঘীর পাড় এলাকা থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ওই এলাকার প্যারেন্টস ফিলিং ষ্টেশনের পাশ থেকে স্থানীয় রফিক নামে এক যুবক অজগরটি উদ্ধার করে।

আরো পড়ুন : ভোটের মাঠে গরম তাপ, কেন্দ্রে ঝরল তাজ প্রাণ
আরো পড়ুন : দুই প্রার্থীর সমর্থক ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন চট্টগ্রামে

ধারনা করা হচ্ছে ফিলিং ষ্টেশন সংলগ্ন একটি গাছের নিচে শীত নিবারনে অজগরটি এসেছিল। পরে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় বন বিভাগকে খবর দিলে তারা এসে নিয়ে যায়। সাপটি লম্বায় প্রায় ৫ফুট বলে জানা গেছে।