
চট্টগ্রাম : পরিচ্ছন্ন নগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বহু আগেই। নির্বাচনে জিতেই ঘোষণা দিলেন সন্ত্রাস, মাদকমুক্ত পরিচ্ছন্ন নগরী গড়বেন তিনি। আজ শুক্রবার জুমা আদায়ের পর নিজের হাতে নির্বাচনী পোস্টার অপসারণের মধ্য দিয়ে জানান দিলেন পরিচ্ছন্ন নগরী গড়তে বদ্ধপরিকর তিনি।
আরো পড়ুন : স্মার্ট নগরী গড়তে সকলের সহযোগিতা চাইলেন নতুন নগরপিতা

শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরের দিকে নিজের নির্বাচনী এলাকায় পোস্টার অপসারণ করেন তিনি। এসময় নতুন নগর পিতা বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী পরিস্কার পরিচ্ছন্ন স্মার্ট নগর গড়তে নগরবাসীর সহযোগিতা কামনা করেন এই নতুন মেয়র।