দুই পৌরসভায় আওয়ামী লীগের ১৪ মেয়র প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

নির্বাচন কমিশন লগো, আওয়ামী লীগ লগো

মিরসরাই (চট্টগ্রাম) : বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন যুদ্ধের অবসান হতে যাচ্ছে শনিবার (৩০ জানুয়ারি)। প্রেক্ষাপট বিবেচনায় যিনি ক্ষমতাসীন দলের মনোনয়ন ভাগাতে পারবেন তিনিই হবেন আগামী দিনের মেয়র। গত কিছুদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে অন্তত ১৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাদের মধ্যে দু’একজন মনোনয়ন ফরম জমা দিয়েছেন বলে এ প্রতিবেদককে নিশ্চিত করা হয়েছে।

আরো পড়ুন : আ’লীগের মনোনয়ন পেতে তৎপর একাধিক নেতা, নিরবে প্রস্তুতি বিএনপির
আরো পড়ুন : টেকনাফে ১৩ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ মাদক ব্যবসায়ী

যারা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তারা হলেন, মিরসরাই পৌরসভার বর্তমান মেয়র, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এম শাহজাহান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সিরাজ উদ্ দৌলা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাষ্টার এনামুল হক, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. জাফর উদ্দিন, মিরসরাই কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মিয়া মোহাম্মদ হুমায়ুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন সুজন, ৯নং সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ আলতাফ হোসেন, মিরসরাই কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আবছার সেলিম ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোজাহের হোসেন চৌধুরী সোহেল।

বারইয়াহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ থেকে যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন, বর্তমান মেয়র বারইয়াহাট ডিগ্রী কলেজ ছাত্র সংসদ (ছাত্রলীগ) এর সাবেক ভিপি মো. নিজাম উদ্দিন, বারইয়াহাট ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করিম খোকন, বারইয়াহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মীর আলম মাসুক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আলী আহসান।

প্রসঙ্গত আগামী ২৮ ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে মিরসরাই ও বারইয়াহাট পৌরসভা নির্বাচন। আগামী ৩০ জানুয়ারির মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মনোনয়ন বোর্ড দলীয় প্রার্থী ঘোষণা করবে।