নাইট অলম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল
আলম ফকির বাড়ি ইয়ং বয়েজের শিরোপা জয়

নাইট অলম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে তফাজ্জল স্মৃতি একাদশের শিরোপা জয়

চট্টগ্রাম (হাটহাজারী) : উপজেলার ফতেপুর ইউনিয়নের ইসলামিয়াহাট হযরত জিনত আলী শাহ (রহঃ) স্মৃতি সংসদের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে নাইট অলম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শুক্রবার (২৯জানুয়ারী) রাতে মজলিশ দিঘীর পূর্ব পাড় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।

খেলায় আলম ফকির বাড়ি ইয়ং বয়েজ ট্রাইবেকারে তফাজ্জল স্মৃতি একাদশকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।

সংগঠনের সভাপতি মুহাম্মদ আইয়ুবের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপ-কমিটির সদস্য মাহমুদ সালাউদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় চেয়ারম্যান ও জাতীয় শ্রমিক লীগের চট্টগ্রাম উত্তরজেলার সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শামীম।

রানার্সআপ তফাজ্জল স্মৃতি একাদশ

প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি মুহাম্মদ তৌহিদুল ইসলাম চৌধুরী জহির। বিশেষ অতিথি ছিলেন চট্গ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ তানভির হোসেন চৌধুরী তপু, সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম। সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ ওয়াহিদুল আলম রিয়াদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ইউপি সদস্য সাজ্জাদ হোসেন,এডভোকেট মুহাম্মদ রফিক মিয়া, মুহাম্মদ শাখাওয়াত হোসাইন, মুহাম্মদ হারুন উর রশিদ, দেলোয়ার হোসেন, মো. শাহ আলম, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, মহানগর ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার প্রমূখ।

এ সময় অনুষ্ঠানে সংগঠনের সাবেক বর্তমান নেতৃবৃন্দসহ এলাকার শত শত কিশোর যুবক উপস্থিত ছিলেন। বিগত ২০সালের ১৭মার্চ টুর্ণামেন্ট শুরু হলেও মহামারি করোনা পরিস্থিতির কারণে মাঝ পথে থেমে ছিল টুর্ণামেন্ট।