[caption id="attachment_67116" align="aligncenter" width="2560"]
খাগড়াছড়ি ও খুলনায় নারিদের হস্তশিল্প প্রশিক্ষণ[/caption]
পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি এবং খুলনায় বেকার নারীদের জন্য বিনামূল্যে ৫ দিনব্যাপী দুটি হস্তশিল্প প্রশিক্ষণের আয়োজন করেছে ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প এবং হ্যান্ডিক্রাফট শ্রমিক কল্যাণ সমিতি।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ইউনিয়ন পরিষদে পুতুল তৈরীর উপর এক কর্মশালায় ১৫ জন নারীকে বিনামূল্যে কাপড়ের পুতুল তৈরীর উপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। অন্যদিকে খুলনার ফুলতলা উপজেলায় ব্লক ডিজাইনের উপর আরেকটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে প্রিজম প্রকল্প এবং হ্যান্ডিক্রাফট শ্রমিক কল্যাণ সমিতি।
আরো পড়ুন : মানুষের সেবার চেয়ে বড় কোনো রাজনীতি নেই : নওফেল
[caption id="attachment_67115" align="aligncenter" width="2560"]
খাগড়াছড়ি ও খুলনায় নারিদের হস্তশিল্প প্রশিক্ষণ[/caption]
৫ দিনব্যাপী এ কর্মশালায় ১৫ জন নারীকে বিনামূল্যে বøক প্রিন্ট ও ডিজাইনের উপর প্রশিক্ষণ প্রদান করা হবে। কর্মশালা দুটি চলবে ৪ ফেব্রুয়ারী পর্যন্ত। প্রশিক্ষণশেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেয়া হবে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত