রাষ্ট্রীয় সুযোগ সুবিধার দাবিতে কলম বিরতি পালন
কঠোর কর্মসূচীর হুমকি খাগড়াছড়ি পৌরসভা কর্মকর্তা কর্মচারীদের

খাগড়াছড়ি পৌরসভা কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতি পালন। ছবি প্রতিনিধি

শংকর চৌধুরী, খাগড়ছড়ি : শতভাগ বেতন-ভাতা, পেনশন সুবিধাসহ সকল সরকারি সুযোগ সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে পাওয়ার দাবিতে কলম বিরতি কর্মসূচি পালন করেছে পৌরসভা কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন।

বুধবার (২৬এপ্রিল) খাগড়াছড়ি পৌরসভার সামনে এ কর্মসূচী পালন করা হয়।

পৌরসভা কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন’র জেলা সভাপতি ও খাগড়াছড়ি পৌরসভার সহকারী প্রকৌশলী মো. জামাল হোসেনের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী কলম বিরতি কর্মসূচিতে এসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার সহকারী কর আদায়কারী অংক মং মারমা, পৌর সচিব পারভিন আক্তার, নির্বাহী প্রকৌশলী দিলিপ কুমার বিশ্বাস, বাংলাদেশ পৌর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির চট্টগ্রাম বিভাগীয় জন-সংযোগ প্রচার সম্পাদক এসএম নাজিম, ফরিদুজ্জামান স্বাধীনসহ খাগড়াছড়ি পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ অংশগ্রহণ করেন ।

এসময় বক্তারা অবিলম্বে পৌরসভায় কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীদের দাবি-দাওয়া মেনে নিয়ে শতভাগ বেতন-ভাতাসহ সকল প্রকার সরকারি সুযোগ সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়ার সরকারের প্রতি আহ্বান জানান। দ্রুততম সময়ে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেয়া হয়।

শেয়ার করুন