[caption id="attachment_6714" align="alignleft" width="300"]
খাগড়াছড়ি পৌরসভা কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতি পালন। ছবি প্রতিনিধি[/caption]
শংকর চৌধুরী, খাগড়ছড়ি : শতভাগ বেতন-ভাতা, পেনশন সুবিধাসহ সকল সরকারি সুযোগ সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে পাওয়ার দাবিতে কলম বিরতি কর্মসূচি পালন করেছে পৌরসভা কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন।
বুধবার (২৬এপ্রিল) খাগড়াছড়ি পৌরসভার সামনে এ কর্মসূচী পালন করা হয়।
পৌরসভা কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন’র জেলা সভাপতি ও খাগড়াছড়ি পৌরসভার সহকারী প্রকৌশলী মো. জামাল হোসেনের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী কলম বিরতি কর্মসূচিতে এসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার সহকারী কর আদায়কারী অংক মং মারমা, পৌর সচিব পারভিন আক্তার, নির্বাহী প্রকৌশলী দিলিপ কুমার বিশ্বাস, বাংলাদেশ পৌর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির চট্টগ্রাম বিভাগীয় জন-সংযোগ প্রচার সম্পাদক এসএম নাজিম, ফরিদুজ্জামান স্বাধীনসহ খাগড়াছড়ি পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ অংশগ্রহণ করেন ।
এসময় বক্তারা অবিলম্বে পৌরসভায় কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীদের দাবি-দাওয়া মেনে নিয়ে শতভাগ বেতন-ভাতাসহ সকল প্রকার সরকারি সুযোগ সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়ার সরকারের প্রতি আহ্বান জানান। দ্রুততম সময়ে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেয়া হয়।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত