[caption id="attachment_25222" align="aligncenter" width="691"]
অং সান সু চি[/caption]
মিয়ানমারের রাষ্ট্রীয় ক্ষমতা আবারো কেড়ে নিল সেনাবাহিনী। ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) নেত্রী অং সান সু চি ও জ্যেষ্ঠ নেতাদের আটক করে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দলের মুখপাত্র মিও নয়েন্ত জানান, সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে এক অভিযানে দলটির শীর্ষ নেতাদের আটক করা হয়েছে। আমি জনগণকে তাৎক্ষণিকভাবে কিছু না করার অনুরোধ করছি। তাদের আইন মেনে চলতে বলছি।
আরো পড়ুন : সেনা অভ্যূত্থান : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বাড়ানো হলো বিজিবি
আরো পড়ুন : কালুরঘাট সেতুর ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত
এদিকে সেনাবাহিনী নিয়ন্ত্রণাধীন টেলিভিশন চ্যানেলে এক বিবৃতিতে বলা হয়, ‘নির্বাচনে জালিয়াতির প্রতিক্রিয়া হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতা সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের হাতে হস্তান্তর এবং এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে।’
উল্লেখ্য, গত বছরের ৮ নভেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে এনএলডি বড় জয় পায়। এনএলডি পেয়েছে ৩৪৬টি আসন। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিলো ৩২২ আসন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজধানী নাইপিদো ও প্রধান শহর ইয়াঙ্গুনের সড়কে সেনা সদস্যদের টহল দিতে দেখা গেছে।
গত কয়েকদিন ধরে সরকার ও সামরিক বাহিনীর মধ্যে দ্বন্দ্ব প্রকট হচ্ছিলো। সোমবার দেশটিতে নতুন পার্লামেন্টের অধিবেশন বসার কথা ছিল। কিন্তু ওই অধিবেশন স্থগিতের দাবি জানিয়েছিল সেনাবাহিনী।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত