সাংবাদিকদের বিরুদ্ধে মামলার তীব্র নিন্দা ফটিকছড়ি সাংবাদিক নেতৃবৃন্দের

ফটিকছড়িতে মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দ।

চট্টগ্রাম (ফটিকছড়ি) : ফটিকছড়িতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা মঙ্গলবার সকালে ফটিকছড়ি পৌরসভারস্থ বিবিরহাট বাজারের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

মাসিক ফটিকছড়ির সম্পাদক সাংবাদিক নেতা আহম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে দৈনিক পূর্বকোনের প্রতিনিধি এম মোরশেদ মুন্নার সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইকবাল হোসেন মঞ্জু (দৈনিক সমকাল ও সাঙ্গু) আক্কাস উদ্দীন (প্রথম আলো) এস এম আকাশ (দৈনিক আজাদী) শহিদুল ইসলাম (দৈনিক পূর্বদেশ) আবদুস ছাত্তার (চট্টগ্রাম প্রতিদিন) আবু মনচুর (দৈনিক সুপ্রভাত ও মানবজমিন) রফিকুল ইসলাম (দৈনিক মানবকণ্ঠ ও সংগ্রাম) এনামুল হক (দৈনিক কর্ণফুলী) আলমগীর নিশান (একাত্তর টিভি) সেলিম উদ্দীন (বিজয় টিভি) মোস্তাফা কামরুল (জয়যাত্রা টেলিভিশন ও দৈনিক আগামীর সময়) এইচ এম সাইফুদ্দীন (দৈনিক নয়া বাংলা ও চাদগাঁর সংবাদ) সাইফুল ইসলাম (দৈনিক আলোকিত সকাল)

আরো পড়ুন : মিরসরাইয়ে বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত
আরো পড়ুন : জীবনের শপথ করে বলছি, আমি সততা নিয়ে চলেছি : সুজন

ফটিকছড়ির সমস্যা সম্ভাবনা উন্নয়ন ও আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা এছাড়াও সভায় সম্প্রতি তথাকথিত অসংবিধানিক ও অবৈধ ফটিকছড়ি প্রেসক্লাব কিমিটির বিষয়ে বিভিন্ন সামাজিক গণমাধ্যমে সংবাদ প্রচারে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্রনিন্দা জানানো হয়।

ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি কর্তৃক সিনিয়র সাংবাদিক আহম্মদ আলী চৌধুরী এস আম আকাশ ও আবদুস সাত্তারের বিরুদ্ধে তিনটি মিথ্যা মামলা দায়েরের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। ফটিকছড়ি প্রেসক্লাব অবৈধ কমিটির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।